জয়নাল আবেদীন রিটনঃ
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নে ৩০ জন দুস্থ পুরুষ ও নারীর মাঝে এক বান্ডিল করে টিন ও একটি প্রাথমিক বিদ্যালয় কে ৫ বান্ডেল সহ মোট ৩৫ বান্ডেল ঘর তোলার জন্য টিন ও ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে দুস্থ পুরুষ ও নারীর মাঝে ওই টিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জিল্লু রহমান রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ৭টি ইউনিয়নের ৩০ টি পরিবার প্রতিটি পরিবারকে এক বান্ডেল ঢেউটিন ও কালিকাপ্রসাদ ইউনিয়নের প্রয়াত কাঞ্চন মিয়া প্রাথমিক বিদ্যালয় কে ৫ বান্ডেল সহ মোট ৩৫ বান্ডেল ঢেউটিন ও প্রত্যেককে নগদ তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়
সিং ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা
সিং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জিল্লু রহমান রাশেদ