বিশেষ প্রতিবেদন

ভৈরবে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে আজ থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলা। ভৈরব উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত¡রে আয়োজিত র‌্যালী শেষে বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলো চেয়ারম্যান আলহাজ্ব মো: সায়দুল¬াহ মিয়া। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিল ভাইস চেয়ারম্যান মনোয়রা বেগম, সহকারি কৃষি অফিসারগণ, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি দুটি গাছের চারা রোপন করেন এবং বিনামুল্যে স্কুল শিক্ষার্থীদের কাছে গাছের চারা বিতরণ করেন।
মেলায় স্থান পাওয়া ১২টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি ও প্রদর্শনীর জন্য রাখা হয়। এ ছাড়াও গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলাও প্রদর্শন করা হয় এ ফলদ বৃক্ষ মেলায়। আগামী শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠোনের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানান আয়োজককারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *