জাতীয়

ভৈরবে টাস্কফোর্সের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১জন আটক

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
ভৈরবে বিভিন্ন মাদকের স্পটগুলো সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী মাদক কারবারিদের স্পটে হানা দেবার আগ মুহুর্তে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে মাদক বিরোধি অনেক অপারেশান ব্যার্থ হয়। আর এ কৌশলের কারণে মাদকের ব্যবহার ব্যাপক আকার ধারণ করে। মাদক মুক্ত করতে আজ সকাল থেকে ভৈরবে শহরের বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। আজ সকালে শহরের কমলপুর ও পঞ্চবটি পুকুরপাড়ে এবং দুপুরে উপজেলার শ্রীনগরে এই অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ৫ কেজি গাজাঁ, ১০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৭ হাজার টাকাসহ ১১জন মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেল অফিসের এই বিশেষ অভিযানে থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা এতে সহযোগিতা করে।

জানাগেছে, শহরের দুর্জয় মোড় এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও পুলিশের কথিত সোর্স রশিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাজাঁ, ১০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৭ হাজার টাকা এবং রশিদ ও তার স্ত্রীসহ ৮ জনকে আটক করা হয়। এছাড়া একই সময়ে শহরের পঞ্চবটি পুকুর পাড়ে শহরের চিহ্নিত মাদক ব্যবাসায়ী জীবন ও আলমের বাড়িতেও অভিযান চালানো হয়। পরে দুপুরের দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মুছা ও আতর আলীর বাড়িতে একই সময় অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বিক্রির অসংখ্য আলামত জব্দ করা হয়। তাছাড়া অভিযানের খবর পেয়ে শীর্ষ মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় তারা কেউ ধরা পড়েনি। দিনব্যপী মাদক বিরোধী বিশেষ এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনসহ ভৈরব থানা পুলিশ এবং র‌্যাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানের নির্বাহী ম্যজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এসময় তিনি সাংবাদিকদের বলেন, মাদকের বিরোদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *