মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো.সালাম মিয়া কে আহ্বায়ক হাজী মো. রিয়াজুল হক যুগ্ন আহাব্বায়ক, মোঃ সিরাজুল ইসলাম যুগ্ন আহাব্বায়ক,এন কে সোহেল যুগ্ন আহাব্বায়ক, ও সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু কে যুগ্ন আহাব্বায়ক করে ৫ সদস্য সদস্য বিশিষ্ট আহাব্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। গতকাল ৬ নভেম্বর শনিবার বিকালে ভৈরব উপজেলার শান্তি নিকতনের জাপা কার্যালয়ে জাতীয় পার্টির এক বর্ধিত আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহাব্বায়ক কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট মজিবুল হক চুন্নু নির্দেশে এড আশরাফ উদ্দিন (রেনু) এ ঘোষণা দেন।
উক্ত বর্ধিত আলোচনা সভায় পার্টিকে শক্তিশালী করার লক্ষে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্র সমাজের নেতাদ্বয়,নতুন আহাব্বায়ক বৃন্দ,ভৈরব পৌর জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি মোঃ বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ আঃসাদেক মিয়া, ভৈরব উপজেলা সাবেক কৃষক পার্টির আহাব্বায়ক মোঃ মাহতাব উদ্দিন,জাতীয় পার্টির নেতা আঃ মান্নান,মুজলিশ খান কামাল,মোঃ নবী হোসেন শান্ত,রফিকুল ইসলাম শফিক, মোঃ আঃ ছাত্তার,নূর মোহাম্মদ দুলাল,জাহাঙ্গীর আলম মোঃ মুর্শিদ মিয়া,সহ ৭ ইউনিয়নের সভাপতি – সাধারণ সম্পাদক, চেয়ারম্যান পার্থী বৃন্দ। জেলার আহাব্বায়ক তিন মাসের ভিতর ৭ ইউনিয়নে নতুন কমিটি করা সহ পূর্নাঙ্গ উপজেলা কমিটি করার দ্বায়িত্ব অর্পন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।