Featured দেশজুড়ে

ভৈরবে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমলক কর্মশালা

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ও দুপুরে পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে এ কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ক্যানসার প্রতিরোধে বিশদ আলোচনা করেন, রাষ্ট্রপতি আঃ হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ও গাইনী বিভাগীয় প্রধান ডাঃ সুফিয়া খাতুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আঃ হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ ফাহিমা সুলতানা জাকিয়া, ভৈরব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ,ভৈরব উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান কবির, পৌর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ মুহিত প্রমূখ। এ সময় বক্তারা বলেন, মেয়েদের জরায়ু মুখে ক্যানসারে বাংলাদেশে গড়ে প্রতিদিন ৮ জন নারী মারা যাচ্ছে। নারীরা এই ক্যানসার ঝুকিতে রয়েছে। তাই ক্যানসার প্রতিরোধে এইচভিপি ভ্যাকসিন নেয়া যেতে পারে। এছাড়া বাল্য বিবাহ,ধুমপান বর্জন করা ও স্বাস্থ্যসম্মত জীবন- যাপন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *