জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবে হঠাৎ করেই চুরি ছিনতাই ব্যপকভাবে বেড়ে গেছে। ছিনতাইকারিরা শুধু টাকা মোবাইল সেট নিয়েই ক্ষান্ত হয়নি। তারা ধারালো অস্ত্র দিয়ে যাত্রী বা পথচারিদের ছুরিকাঘাৎ করে মারাত্মক জখমও করে আসছিল। ছিনতাইকারিদের হাত থেকে রক্ষা পায়নি কোন শ্রেনী পেশার মানুষও। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে তখন স্থানীয় সাংবাদিক সমাজ এক হয়ে চুরি ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। গতকাল বুধবার সন্ধা সাতটার সময় ভৈরব প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, ভৈরব পৌর মেয়র এডভোকেট ফকরুল আলম আক্কাছ। সাংবাদিকগণ মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের বিভিন্ন ব্যার্থতা ও অপকর্ম বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেণ। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জনের মত সাংবাদিক ওই সভায় উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি আগামী তিন দিনের মধ্যে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমানের সাথে আলোচনা সাপেক্ষে ইতিবাচক ব্যাবস্থা গ্রহনের প্রতিশ্র“তি পদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অন্ধকারাচ্ছন্ন স্থানে সোলার লাইট স্থাপনের মাধ্যমে শহরের সকল অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ভৈরব প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন কাজলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশার ( ভুমি) মোঃ আনিসুজ্জামান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস, হাইওয়ে থানা ও নৌ থানা অফিসার ইনিচার্জসহ র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ।