মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ আজ রোববার ২১ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামী মহানগর প্রভাতী ট্রেনটি থামানোর সময় ট্রেনের সামনে থেকে ৩য় বগিথেকে পিছনের বগি গুলির সংযোগ ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন চট্রগাম গামী ট্রেনের যাত্রীদের। ভৈরব রেলওয়ে ষ্টেশন সুত্রে জানায়ায়, ১৮টি বগি নিয়ে মহানগর প্রভাতী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করছিলো। ঢাক থেকে চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। তখন রেলষ্টেশনে মেরামত করতে অনেক সময় লেগে যায়। নিধারিত সময়ের প্রায় ১ঘন্টা ৪০মিনিট পর যাত্রা বিল্মবে ট্রেনটি চট্রগ্রামে উদ্দেশ্য ভৈরব তেগ করে। এতে দুর্ভোগে পড়ে হয় চট্রগাম গামী ট্রেন যাত্রীদের। ভৈরব ষ্টেশন মাষ্টার মো: নূর-নবী জানান, চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত সময়ে ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। পড়ে ছিঁড়ে যাওয়া মেরামত শেষে ট্রেনের বগিটি আলাদা করে ভৈরবে থেকে ১১টা ১০মিনিটে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে য়ায়,এতে কিছুটা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
Related Articles
মুরাদনগরে শত্রুতার জেরে জমির ফসল নষ্ট করার অভিযোগ
মোঃ নজরুল ইসলাম, (মুরাদনগর) কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক ছিটিয়ে আপন চাচার জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় জ্বলে গেছে প্রায় ৯০ শতক জমির ধান। রবিবার উপজেলার দারোরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আলম মিয়ার অভিযোগ, ‘বাচ্চা নিয়ে মারামারির ঘটনায় বড় ভাই হোসেন মিয়া তার […]
নরসিংদীতে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ-২০১৯ উদযাপন
স্টাফ রিপোর্টার রাজু মিয়াঃ নরসিংদীতে বিশ্ব নিরাপদ সড়ক সাপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ও অথরিটি (বি.আর.টি.এ) আয়োজন করা হয়। ৬ মে হতে ১২ মে পর্যন্ত ড্রাইভিং প্রশিক্ষণ সপ্তাহ। উক্ত নিরাপদ সড়ক সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ড. এটিএম মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত […]
শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
মো: জসিম উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি: হাইওয়ে পুলিশের বিরুদ্ধে নৈরাজ্য, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলায় অনির্দিষ্টকালের পরিবহন ডেকেছে পরিবহন শ্রমিকদের সংগঠনগুলো৷ পরিবহন শ্রমিক সংগঠনগুলো জহানিয়েছে, সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মন্ডলের হয়রানি ও বিভিন্ন সময়ে গাড়ি আটকে চাঁদাবাজির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে৷ শ্রীমঙ্গল কার মাইক্রোবাস সমিতির সভাপতি […]