জীবনযাপন ভৈরব

ভৈরবে এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

দেশে করোনা ভাইরাসের কারণে সাধঅরণ মানুষের রোজী রোজগার বন্ধ থাকায় দশটি ভাড়াটিয়ার এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করলেন নবী হোসেন নামে এক বাড়িওয়ালা।
তার বাড়ির গরীব দশটি ভাড়াটিয়ার এক মাসের বাড়ি ভাড়া বাবদ মোট বিশ হাজার টাকা মওকুফ করে দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন নবী হোসেন নামে বাড়িওয়ালা। নবী হোসেন একজন বেকার মানুষ । পঞ্চবটি পুকুরপাড় গ্রামের এক সময়ের জাতিয় শ্রমিক জোট কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নীতিবান ভৈরবের হক কথা নামে যিনি পরিচিত মরহুম মোমতাজ উদ্দিনের দ্বিতীয় ছেলে এই নবী হোসেন। তার পৈত্রিক সম্পত্বির ভাগে পাওয়া নিজ ভিটায় দশটি টিন সেট ঘর তুলে ভাড়া দেন। এই বাড়ির ভাড়ার টাকা দিয়েই তার স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চলে।
তার বাড়ির দশটি ভাড়াটিয়াই হতদরিদ্র ও শ্রমজীবি মানুষ । তারা দিনে আনে দিনে খায়। দেশে করোনা ভাইরাসের কারণে সরকারের নিষেধাজ্ঞা থাকায় এই সকল খেটে খাওয়া মানুষগুলো গত কয়েকদিন যাবত বাড়ির বাহিরে যেতে পারছেনা জীবিকার তাগিদে। তাই তাদের কোন রোজি রোজগার নেই। রোজি রোজগার না থাকায় এসকল ভাড়াটিয়ারা কোন রকমে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্ত্রী সন্তানদের নিয়ে। ভাড়াটিয়াদের এমন দুঃখ কষ্ট দেখে নবী হোসেন তাদের এক মাসের ঘর ভাড়া মওকুফ করে দেন।

ভাড়াটিয়ারা বলেন, আমরা অতি গরীব মানুষ । দিনের আয় দিয়েই আমাদের সংসার চলে। দেশের এমন পরিস্থিতিতে আমরা ঘরে আবদ্ধ হয়ে আছি। নিজেদের খাবারের ব্যবস্থাও করতে পারছেননা ঘরের কর্তা ব্যাক্তিটি। বাড়ির ভাড়া কি ভাবে দেব তা নিয়ে ছিলাম মহচিন্তায়। এই সময়ে আমাদের বাড়ির মালিক আমাদের ঘর ভাড়া মওকুফ করে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভাল করেন।

নবী হোসেনের ভগ্নিপতি মোঃ জাকির হোসেন বলেন, নবী হোসেন আমার শ্যালক। সে নিেেজও একজন বেকার মানুষ। এই ঘরের ভাড়ার টাকা তুলেই স্ত্রী সন্তানদের ভরন পোষন করত। তার পরেও সে দেশের এই দু সময়ে গরীব দুখীর প্রতি মানবতা দেখিয়ে তার বাড়ির দশটি ঘরের এক মাসের ভাড়াই ছেড়ে দিয়েছে। ভাড়া না পেলে তার নিজেরই চলতে অনেক কষ্ট হবে। এটা জেনেও সে এ মহত উদ্যোগ নিয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি। এই দু সময়ে নবী হোসেনের মত অন্যান্য বাড়িওয়ালাদের প্রতি আমার অনুরোধ তারাও যেন গরীব ভাড়াটিয়াদের প্রতি মানবতা দেখিয়ে তাদের পাশে দাড়ায় ।

ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু বলেন, নবী হোসেনের এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আহŸান জানাই ঐ সকল বাড়িওয়ালাদের প্রতি যার বাড়িতে এমন গরীব দখী ভাড়াটিয়া আছে তারাও যেন এই দু সময়ে গরীব ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দিয়ে তাদের পাশে দাড়ায়। করোনা আক্রান্ত অনেক লোক নিজের এলাকা ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকছে। নতুন করে যেন কেউ আর বাড়ি ভাড়া না দেয়। দিতে হলে স্থানিয় প্রশাসনকে জানিয়ে যেন ভাড়া দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *