মো: ছা্বির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি:
বন্ধরনগরী ভৈরবে খানদানী এক্সপ্রেসের এর উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার ১ জুলাই পৌর নিউ মার্কেট দক্ষিণ পূর্ব কর্নার গলি হাবিব উল্লাহ রোডে খানদানী পাঞ্জাবী এক্সপ্রেসের ফিতা কেটে উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম -আহবায়ক আরমান উল্লাহ, ১নং ওয়ার্ড কাউন্সিলর আল -আমিন সৈকত, পৌর সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মো: জামাল আহমেদ, বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী খোকন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এ সময় খানদানী এক্সপ্রেসের কর্ণধাররা বলেন নামি দামী ব্যান্ডের গুণগত মান ও সাশ্রয় দামে পাঞ্জাবী পাওয়া যাবে এবং একদরে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান, উদ্বোধন উপলক্ষে পাঞ্জাবী কিনলেই নিশ্চিত উপহার।