মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
দাবা খেলার রীতি মত আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। আর সেই দাবা খেলার প্রাণ ফেরাতে আজকের এই দাবা খেলার প্রতিযোগিতা । ২০ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় ভৈরব পৌরসভার ৩য় তলায় শহীদ আতিক-নূরু পাঠাগারে দাবা প্রতিযোগিদের জন্যে উপজেলা ভিত্তিক পেশাজীবি পর্যায় বার্ষিক দাবা প্রতিযোগিতা-২০২৩ খেলার উদ্বোধন করা হয়। বেশির ভাগ ঐতিহাসকগণই মনে করেন যে প্রাচীণ ভারতবর্ষেই দাবা খেলার জন্ম। ঠিক কোথায় সর্বপ্রথম দাবা খেলার উৎপত্তি, সেটি নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সেই থেকে আজ পর্যন্ত দাবা খেলা খুবই জনপ্রিয় ৷ কিন্তু আমাদের দেশে সঠিক পৃষ্টপোষকতা ও পরির্চচা না থাকায় বিলীনের পথে দাবা খেলা । তাই দাবা খেলাকে উজ্জীবিত করতে দাবা অ্যাসোসিয়েশন, ভৈরব এর আয়োজন করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন (বেনু)। ভৈরব দাবা অ্যাসোসিয়েশন সভাপতি বিমল বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভৈরব দাবা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ঠ ক্রিয়া সংগঠক আনোয়ার হোসেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাজমুল করিম, বার্ষিক দাবা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিকুল আলম রুবেল, যুগ্ম আহ্বায়ক জনি আলম ও রাকিব সরকার প্রমূখ। উক্ত খেলায় প্রতিযোগিতায় ৬৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।