জাতীয়

ভৈরবে উন্নয়ণ মেলায় দ্বিতীয় দিনে দর্শনার্থাীদের ভীড় ছিল একটু কম

মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি : আজ শুক্রবার বন্ধের দিন হওয়ায় ভৈরব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আওয়ামীলীগ সরকারের উন্নয়ণ মেলায় দর্শনাথীদের ভীড় অনেকাংশে কম ছিল। মেলায় সাধারণ মানুষের তুলনায় স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একটু বেশি। মেলায় বিভিন্ন দপ্তরের ৩৪টি স্টল স্থান পায়।
দ্বিতীয় দিনে আগত শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে ঘুরে দেখেন এবং স্টলে টানানো বর্তমান সরকারের উন্নয়নের ক্লিপচার্ট ও বিভিন্ন অধিদপ্তরের লিফলেট গুলো মনোযোগ সহকারে পড়তে দেখা যায়। অপরদিকে নিজ নিজ দপ্তরের স্টলে দায়িত্বে থাকা ব্যক্তিগণ লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের উন্নয়ণমুলক কার্যক্রম তুলে ধরায় সাধারণ মানুষজন সরকারের বিভিন্ন উন্নয়ণের খবর খুব সহজে জানতে পারছেন। দর্শনার্থীরা এধরণের মেলা বেশি বেশি আয়োজন করার জন্যও সরকারের নিকট দাবি জানান ।
সারাদেশের ন্যায় গতকাল শুরু হওয়া তিন দিনব্যাপী উন্নয়ণ মেলা আগামীকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলার মঞ্চে প্রতিদিন নির্ধারিত সময়ে পরিবেশিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিনে পুরস্কার বিতণের মাধ্যমে এ উন্নয়ণমুলক মেলা আয়োজন শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *