মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে শৈবাল ও সোনালী নামে ২টি আবাসিক হোটেলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ পতিতা ও ৭ খদ্দের সহ হোটেল মালিক আটক। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলামে নেতৃত্বে এ অভিযান চলে।
ওই অভিযানে শৈবাল হোটেলের সত্ত্বাধিকারি হান্নান মিয়া (৫০), হোটেল ম্যানেজার মফিজ মিয়া (৫১), হোটল বয় আবু ছালেক (৩২) সহ খদ্দের সোহেল মিয়া (৩৭) ও রওশন মিয়া (৫০) সহ হোটেলের বিভিন্ন কক্ষ থেকে শিলা (৩০), সামীয়া (২৫), উর্মী (২২), লাবনী (২৭) কে আটক করে ডিবি পুলিশ। ওই অভিযানের অংশ হিসেবে হোটেল সোনালীর বিভিন্ন কক্ষ থেকে পায়েল (৩০), শিখা (২৫), স্বপ্না (১৬), তাসলিমা , সুমী(২৬), মুন্নী (২৪) সহ খদ্দের মাসুদ (৩৫), আফতাবুল (৩৫), আতাউর (৩৬) ও তানভীর (২৪) কে আটক করা হয়।
কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, ভৈরবে এই দুটি হোটেলে দীর্ঘ দিন যাবত পতিতা ও মাদক ব্যবসার অভিযোগে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ডিবি পুলিশে অফিসার ইনচার্জ আবুবক্কর ছিদ্দিক মিয়াকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করি। গোপনীয়তা রক্ষায় এ অভিযান ভৈরব থানা পুলিশকে অবগত করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।