মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : গতকাল ৯ ডিসেম্বর ২০২১খ্রিঃ বৃহস্পতিবার ভৈরবে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে । “আপনার অধিকার আপনার দায়িত্ব :দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে রঙ বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন ঘোষণা করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ । পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা , গান, আবৃত্তি অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক বাবু জিতেন্দ্র চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ । অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক সুমন মোল্লা, আলহাজ্ব দেলোয়ার হোসেন তাপসী আক্তার, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন ,রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রীমা আক্তার, নুসরাত জাহান, আলোচনা সভার পূর্বে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আফরোজা আক্তার মানিয়া , কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান জূই। অনুষ্ঠানে বক্তারা বলেন দূর্নীতি কোনভাবেই কাম্য নয়, সবাই কে একসঙ্গে কাজ করতে হবে, দূর্নীতি প্রতিরোধে সমাজের সকলকে সোচ্চার হতে হবে, । অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দূর্নীতি বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, ছাত্রী, শিক্ষক , চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি, কর্মকর্তা, কর্মচারী সকল সেক্টরের নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব ।
Related Articles
ভৈরব উপজেলায় নতুন ইউএনও সাদিকুর রহমান সবুজ
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: ভৈরব উপজেলায় নতুন ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ আজ বুধবার তার কর্মস্থলে যোগদান করেন। বিদায়ী ইউএনও লুবনা ফারজানা গতকাল মঙ্গলবার তার শেষ অফিস করেছিলেন। নবাগত ইউএনও শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এতদিন কর্মরত ছিলেন। সেই উপজেলা থেকে বদলী হয়ে ভৈরব উপজেলায় কাজে যোগদান করেন। আজ ২৬ অক্টোবর […]
কুলিয়ারচরে দোকান ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট,জায়গায় দখলের অভিযোগ
মোঃ রফিকুল ইসলাম রুবেল, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় দোকান ও বাড়ি-ঘরে মধ্য রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিনের বিরুদ্ধে। ২৪ সেপ্টেম্বর উপজেলার আগরপুর বাস স্ট্যান্ড এলাকায় এই লুটপাট ও জমি দখলের ঘটনা ঘটে। ২৬ সেপ্টেম্বর দুপুরে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের বাগপাড়া […]
মুরাদনগরে ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ নজরুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মুরাদনগর প্রেসক্লাব, মুরাদনগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও মুরাদনগরের সকল শ্রেণী পেশার সুশীল নাগরিক সমাজের এর ব্যানারে শুক্রবার বেলা ১১টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ আ […]