মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জরে ভৈরবে আইভি রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। ৯০ মিনিট খেলায় গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বি বাড়ীয়া প্রভাতী সংঘ ফুটবল একাদশ। এসময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক প্রমূখ। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে সবাই মিলে ফুটবল কে আরও সামনে এগিয়ে নিতে আইভি রহমান টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় ষ্টেডিয়ামে ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতি ছিলো। আগামী ২৯ নভেম্বর লাগাতার চলবে ১ম রাউন্ডের খেলা। ভৈরবসহ আশেপাশের জেলার ১৬ টি দল অংশগ্রহণ করবে। নক আউট সিস্টেম টুর্নামেন্টটি পরিচালিত হবে। উদ্ধোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ২ -৪ গোলের ব্যবধানে আইভি রহমান স্মৃতি সংসদ ফুটবল একাদশকে হাড়িয়ে জয়লাভ করে বি বাড়ীয়া প্রভাতী সংঘ ফুটবল একাদশ। এসময় মেন অব দ্য ম্যাচে বি বাড়ীয়া প্রভাতী সংঘ গোলরক্ষক ইকবালকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Related Articles
রাশিয়া বিশ্বকাপ শুরু আজ, রাশিয়া বনাম সৌদি আরব ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে!
#মস্কো: আর নেই কোনও কাউন্টডাউন নেই ৷ এবার একেবারে হুইশিল বাজবে আর কিকঅফ হবে ৷ চার বছরের অপেক্ষার শেষে আরও একটা বিশ্বকাপ ৷ প্রথম ম্যাচে খেলতে নামবে আয়োজক দেশ রাশিয়া ৷ প্রতিপক্ষ সৌদি আরব ৷ ফিফার ক্রমতালিকায় এই মুহূর্তে রাশিয়া ৭০ নম্বরে ৷ অন্যদিকে এশীয় প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে তাদের থেকে ঠিক তিনটে ধাপ ওপরে ৷ তাদের স্থান […]
ভৈরবে নিরাপদ সড়ক চাই আয়োজনে লিফলেট ও মাস্ক বিতরণ
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ভৈরব বাসস্ট্যান্ডে পরিবহণ চালক ও শ্রমিক এবং পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। আজ ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বরে এ কর্মসূচির উদ্ধোধন করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও […]
এল ক্লাসিকোতে রিয়ালের জয়
চলতি মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ জিতে নিলো রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে মাঠে নামার আগে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রতিযোগিতামূলক ‘এল ক্লাসিকো’-তে জয়ের সংখ্যা সমান ৯৬টি করে ছিল। বার্সাকে তাদের ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতামূলক এল ক্লাসিকোতে রিয়াল জয় সংখ্যায় এগিয়ে গেলো। ম্যাচে রিয়ালের পক্ষে গোল করেছেন ফেডেরিক ভালভার্দে, সার্জিও রামোস […]