রাজনীতি

ভৈরবে আইডিয়াল কলেজের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে আইডিয়াল কলেজের উদ্যোগে মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীর মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে সকালে কলেজ ক্যাম্পাসে কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক অরুন আল আজাদ । এ সময় তিনি বলেন, ৫২র ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের ঋণ আমাদের পক্ষে শোধ করা সম্ভব নয় । তবে তৎকালীন সময়ে ভৈরবের কৃতি সন্তান প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে ছিলেন । এ মহান নেতা আজ আমাদের মাঝে নেই । মূলত ভাষা আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা সংগ্রামের সূচনা শুরু হয় । এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম মিয়া । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নবী হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহমান আজাদ, প্রভাষক আফতাবুল আলম, শফিকুল ইসলাম ও প্রভাষক সালমা বেগম । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *