আন্তর্জাতিক

ভৈরবে অবৈধ নাইজেরিয়ান নাগরিক আটক

সামাধান ডেষ্ক:

অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বিপুল পরিমান বিভিন্ন দেশের মুদ্রাসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১৪ভৈরব ক্যাম্প সদস্যরা। গতকাল দুপুর দেড়টার সময় শহরের নাটালের মোড় এলাকা হইতে তাদেরকে আটক করা হয। আটককৃতরা হলো আইডেনি জুসেফ সাইমন, কেনেথ ওকংগো অভি ও হেনরি ওগেহনিওভো। এ সময় তাদের কাছ থেকে ৪টি নাইজেরিয়ান পাসপোট, ২৭২০ ইউএস ডলার,২ লাখ ৬৯ হাজার ৯শত ভারতীয় রোপি,৩৫০ নাইজেরিয়ান নাইরা ৮ হাজার বাংলাদেশি টাকা ও ১১টি মোবাইল ফোন উদ্ধারসহ জব্দ করা হয়।
র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের লিখিত বক্তব্যে জানান, তথ্যের ভিত্তিতে নাটালের মোড় হইতে ৪ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। তাদের ভারতে প্রবেশের ভিসা রয়েছে কিন্তু বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ পত্র নেই। তারা ভারত হয়ে অবৈধ পথে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমান ইউএস ডলার, ভারতীয় রুপি, নাইজেরিয়ান নাইরা ও বাংলাদেশী টাকা‘সহ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *