ভৈবর স্টেডিয়ামের জমিতে দীর্ঘকাল যাবত ভবন নির্মাণ করে অবৈধ দখলদার হয়ে বাংলাদেশ অানসার-বিডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে অাসছিল। স্টেডিয়ামের জায়গা খালী করে বাংলাদেশ অানসার- বিডিপি, উপজেলা শাখা অফিসকে অন্যত্র সরে যাওয়ার জন্য ভৈরব পৌরসভার পক্ষ থেকে কয়েক দফা নোটিশ প্রদান করা হলেও সরকারি এই প্রতিষ্ঠানটি এতে কোনরুপ কর্ণপাত করেনি! যার ফলস্রুতিতে অাজ সকালে ভৈরব পৌরসভার মেয়র এড. ফখরুল অালম অাক্কাছ উক্ত স্থানে স্বশরীরে উপস্থিত থেকে সরকারি এই অবৈধ দখলদার প্রতিষ্ঠানটির সকল মালামাল অন্যত্র সড়ানোর ব্যবস্থা করেন। অতপর ভবনটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এতে করে ১৯৮৩ সাল থেকে অানসার-বিডিপির অবৈধ দখলদারিত্বের অবসান হল!
সূত্র : ভৈরব পৌরসভা