জাতীয়

ভৈরবের শ্রীনগরে বিদ্যুৎ সংযোগে অব্যবস্থাপণা ॥ প্রায়ই ঘটছে প্রাণহানি।।

মোঃ শাহনুর,ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবের শ্রীনগর ইউনিয়নে বিদ্যুতের অব্যবস্থাপনায় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় ৩০ হাজার লোক। বিদ্যুৎতের সার্ভিস লাইন দেয়া হয়েছে বাশের খুটি,গাছপালা, বসত ঘর,শিক্ষা প্রতিষ্টাননের উপর দিয়ে।কোন কোন যায়গায় রাস্তা থেকে ৫-৭ফিট উচুতে বিদ্যুৎতের সার্ভিস লাইন এ সকল রাস্তা দিয়ে চলাচলকারি পথচারি, রিক্সা, ভ্যান, অটো রিক্সা, সিএনজিসহ যানবাহন ঝুঁকিনিয়ে চলাচল করছে।
এলাবাসীর অভিযোগ বার বার বিদুৎ অফিসকে ব্যবস্থা নেয়ার জন্য জানানো হলেও প্রয়োজনিয় ব্যবস্থা না নেয়াই বিদুৎপৃষ্ট হয়ে মানুষ ,গবাধি পশু মারা যাচ্ছে। আবার অনেকেই বিদ্যুৎপৃষ্টে পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছে। বর্তমানে ইউনিয়নে আবাসিক ও বানিজ্যিক গ্রাহক সংখ্যা ৬শ । ইরি – ব্যুরো স্কীম গ্রাহক সংখ্যা ২৮৬।
এলাকাবাসি জানায়, দীর্ঘ ৩২ বছর পূর্বে শ্রীনগর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়। সংযোগের পর থেকে আজও সেই মান্দাতা আমলের মতই বিদ্যুৎ ব্যবস্থাপণা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *