খোরশেদ আলম আলামিন, বিশেষ প্রতিনিধিঃ
শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃস্পতিবার (০২জুন) দুপুরে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মৃদুল কুমার ঘোষ।
বার্ষিক ২০২২-২০২৩ চলতি অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ২ কোটি ৫৪ লক্ষ ৫১ হাজার ৫শত ৯টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে শিমুলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন বলেন,শিমুলকান্দি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। এ কারণে প্রান্তিক জণগণের অংশগ্রহণে উন্মুক্তভাবে এই বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, নবী হোসেন,আলামিন, খোরশেদ আলম,জসিম মিয়া,মতিন মিয়া,মাহাতাব মিয়া,ইউনুস মিয়া, সংক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম,রত্না বেগম জুসনা বেগম আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব,আওয়ামীলীগ নেতা ফয়েজ মিয়া,জজ মিয়া, সমাজ সেবক এনামুল হক, যুবলীগের সহ রশিদ মিয়া ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।