ভৈরবের রোজ গার্ডেন হোটেলের মুরগির গ্রিল ও নানরুটি খেয়ে নয়জনের শারীরিক অবস্থা গুরুতর এর মধ্যে বিপ্লব নামের একজন শারীরিক অবস্থা আশংকাজনক:১.রুবেল পিতা বস্তু মিয়া,২. মামুনী স্বামী রুবেল মিয়া ৩.তাসিফ, ৪ শান্তা,৫. চৈতি,৬.রাব্বি- পিতা হেলাল মিয়া,৭. বিপ্লব – পিতা: আঙ্গুর মিয়া,৮. মুক্তি – পিতা হেলাল মিয়া ৯.শান্ত মিয়া – পিতা সুজন সর্বসাং পঞ্চবটি ভৈরব,কিশোরগঞ্জ। উল্লেখ যে উপরোক্ত সবাই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।