মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ ভয় নেই রক্তদানে রক্ত দানে,মানবতা আনে! স্লোগানকে সামনে রেখে ব্লাড ফর লাইফ,আগানগর ইউনিয়ন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। আজ ৮ অক্টোবর সকালে আগানগর ইউনিয়নের জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজে সকাল ব্লাড ফর লাইফ এর উদ্যোগে শতাদিক রক্তের গুপ নির্নয়সহ আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তাগণ বলেন ১৯২৬সালে রেড ক্রস প্রথম ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস চালু করে ইংল্যান্ডে। ১০১৪সালে রক্তের মধ্যে প্রথম এন্টিকোএগুলেন্ট ইউজ করেন হস্টন, যেন রক্ত জমাট না বাঁধে। । ১৯৪১ সাল থেকে রক্তদানের জন্য ডোনার সিস্টেম চালু হয়। ১৯৪৭ সাল থেকে রক্তদানের আগে সিফিলিস টেস্ট করা শুরু হয়।। ১৯৪৯সালে আমেরিকায় প্রথম ব্লাড ব্যাংক সিস্টেম চালু হয়।আমরা মানবতার কল্যাণ ব্লাড প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করার ইচ্ছে পোষন করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম রাব্বী প্রতিষ্ঠাতা,মোঃ মাহমুদুল হাসান সজিব উপদেষ্টা, হুমায়ুন কবীর উপদেষ্টা, মোঃ সোলায়মান সভাপতি, মোঃ রোস্তম আহমেদ সাধারণ সম্পাদক সহ ব্লাড ফর লাইফ এর অন্যান্য সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী গণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে ফটোশেসন ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।