রেজাউল আলম বিপ্লব , বেলাব প্রতিনিধি: পল্লি বিদ্যুৎ (২) মরজাল জোনাল অফিস থেকে মাইকিং করে বলা হয়েছিলো রমজান মাসে অন্য সময়ের চেয়ে বিদ্যুৎ সার্ভিস ভালো থাকবে, কিক্তু ভোগান্তি বেড়ে চরম পর্যায়ে। সারা দিনে ৭-৮ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে জানান গ্রাহকগন। গতকাল রাত ২০ শে এপ্রিল রাত ৯ ঘটিকায় থেকে লোডশেডিং গিয়ে রাত ৩টার সময় আসে, সকাল থেকে বারবার বিদ্যুৎ আসা যাওয়ায় এলাকার জনগন ও ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কড়া সমচালা চলছে ,জাহাঙ্গীর স্বপন নামের এক ব্যাক্তি স্ট্যাটাস ছিলো জনাব ডি. জি.এম আপনারা বোধ হয় শেখ হাসিনাকে বিদায় না দিয়ে বিদ্যুৎ রেগুলার করবেন না, গতরাতে কোথায় টর্নেডো হয়েছিলে যে সারারাত বিদ্যুৎ বন্ধ রাখলেন বিদ্যুৎ সরবাহ যদি স্বাভাবিক রাখতে না পারেন দয়া করে বিদায় হন, ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি। ইব্রাহিমপুর গ্রামের রাফি আহম্মেদ রতন মিয়া নামের এক আইডিতে লেখা পাওয়া যায় ,পল্লি বিদ্যুৎতের লোক আপনি কি মানুষ? সেহেরী খাওয়ার সময় ও বিদ্যুৎ থাকেনা ইফতারের সময় ও না ,আপনি মনে হয় মুসলমান না।বেলাব মাটিয়াল পাড়ার শাফি আহম্মেদ বলেন বিদ্যুৎ যায় না আসে! সারা দিনে কয়েকবার বিদ্যুৎ দেখি এই যায় এই আসে।এ দিকে বিদ্যুৎয়ের ঘনঘন লোডশেডিংয়ের কারনে ব্যাবসায়ীরা দোকান খুলে বসতে পারছেনা সরজমিনে গিয়ে দেখা যায় রোজার মাসে রোজা রেখে তীব্র গরমের মধ্যে যে সিলিং ফ্যান ছেড়ে একটু হাফ ছাড়বে সেটাও বন্ধ, ঘন্টায় অন্তত ১০ বার লোডশেডিং হয়। মুসুলিরা জানিয়েছেন তীব্র নিন্দা তারাবীর নামাযের সময় ও লোডশেডিং ,কবে মুক্তি পাবে সাধারন মানুষ, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি কামনা করে গ্রাহকগন।
Related Articles
নরসিংদীতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২
সমাধান ডেস্ক : নরসিংদীতে যাত্রীবাহি বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার পাঁচদোনা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার সবজি ব্যবসায়ী আকাশ মিয়া (৪০) ও শিবপুরের পিকআপ চালক রফিকুল ইসলাম। পুলিশ জানায়, সিলেটের সুনামগঞ্জ থেকে ঢাকাগামী নিউলাইন এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাঁচদোনায় বাজারের পুলিশ ফাঁড়ির সামনে […]
মুরাদনগরে করোনার ভয়ে হিন্দু ব্যক্তির শেষ কৃত্যে নেই কেউ, মরদেহ কাঁধে নিলেন মুসলিমরা
মো নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: সমগ্র বিশ্বের নেয় করোনা আতঙ্কে কাঁপছে চারদিক। এই মারণ ভাইরাসের কালো থাবা থেকে বাঁচতে লকডাউন পর্যন্ত দিচ্ছে দেশের বিভিন্ন এলাকা। আর এই করোনা আতঙ্ক পেয়ে বসেছে দেশের সকল নাগরিককে। কেউ একটু অসুস্থ হলেই কিংবা শারীরিক কোনো অসুস্থতা দেখা দিলে, অথবা সামান্যতম উপসর্গ নিয়ে মৃত্যু হলেও, নেপথ্যে দায়ী করা হচ্ছে […]
মুরাদনগরে নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ১৫দিন পর ডোবা থেকে মতিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে হাড়পাকনা গ্রামের মুকবল মিয়ার বাড়ীর পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মতিউর রহমান উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের হাড়পাকনা গ্রামের মৃত আব্দুল মজিদ মাষ্টারের ছেলে। জানা যায়, গত ৩০ জানুয়ারী সন্ধ্যায় নামাজের […]