সমাধান ডেস্ক: ৮ই সেপ্টেম্বর ২০২২ ইং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ঢাকা । বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল (বিপিডিসি) কর্তৃক আয়োজিত আজকের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুবুল হক সচিব, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)এর সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল বারী সম্মানিত উপদেষ্টা, বিপিডিসি,কেন্দ্রীয় কমিটি । সম্মানিত উপদেষ্টা মোঃ: ফজল আহাম্মেদ। মো:আনম রুস্তম আলী আহবায়ক, বাংলাদেশ জেনারেল প্রাকটিসনার’স সোসাইটি। মো:সোনাম উদ্দীন সোহেল মহাসচিব, বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব , মোঃ: রহমাতুল্লাহ রনি চেয়ারম্যান বিপিডিসি, কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক হিসেবে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন, শেখ মোঃ: আজিজুল হক আজিজ সিনিয়র ভাইস চেয়ারম্যান বিপিডিসি কেন্দ্রীয় কমিটি । সঞ্চালনায় ছিলেন, কামরুজ্জামান শিমু মহাসচিব কেন্দ্রীয় কমিটি,বিপিডিসি । আরো অন্যান্য কেন্দ্রীয় কমিটি সহ বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, শপথ বাক্য পাঠ করান বিশেষ অতিথি জনাব এডভোকেট মহিউদ্দিন জুয়েল সাহেব এরং উক্ত অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়, পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Related Articles
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হল থেকে ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার।
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ পরীক্ষার্থী না হয়েও পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করার অপরাধে জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হল থেকে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন ডরার গ্রামের মোঃ রুহুল আমিনের পূত্র মোঃ আকতারুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়েছে। গঠনার বিবরনে জানা যায় গত ১৩ আগষ্ট গুচ্ছভূক্ত বি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় জগন্নাথ বিশ^বিদ্যালয়ের পরীক্ষার হলে প্রবেশ […]
ভৈরবের রোজ গার্ডেন হোটেলের মুরগির গ্রিল ও নানরুটি খেয়ে নয়জনের শারীরিক অবস্থা গুরুতর!
ভৈরবের রোজ গার্ডেন হোটেলের মুরগির গ্রিল ও নানরুটি খেয়ে নয়জনের শারীরিক অবস্থা গুরুতর এর মধ্যে বিপ্লব নামের একজন শারীরিক অবস্থা আশংকাজনক:১.রুবেল পিতা বস্তু মিয়া,২. মামুনী স্বামী রুবেল মিয়া ৩.তাসিফ, ৪ শান্তা,৫. চৈতি,৬.রাব্বি- পিতা হেলাল মিয়া,৭. বিপ্লব – পিতা: আঙ্গুর মিয়া,৮. মুক্তি – পিতা হেলাল মিয়া ৯.শান্ত মিয়া – পিতা সুজন সর্বসাং পঞ্চবটি ভৈরব,কিশোরগঞ্জ। উল্লেখ যে […]
ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের নিকট আশার খাদ্যসামগ্রী হস্তান্তর
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফরাজনার নিকট দুইশত ব্যাগ খাদ্রসামগ্রী হস্তান্তর করলেন এনজিও সংস্থা আশা। গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য আজ ১মে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ভৈরব উপজেলা নিার্বহী অফিসারের নিকট দুইশত ব্যাগ খাদ্যসামগ্রী হস্তান্তর করেন আশার কিশোরগঞ্জ (ভৈরব) জেলার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার […]