মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি:
গতকাল সকাল ১১ টায় বাজিতপুর সফরে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত হাসিনা অল্টারনেটিভ মেডিকেল Hama ট্রেনিং ফাউন্ডেশন ( সেইফ হেলথ প্রকল্পের) মহাপরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী ডা, মোহাম্মদ মনিরুল আলম, বাজিতপুর ভসারটেক আলম মার্কেটে অল্টারনেটরনেটিভ ট্রেনিং সেন্টারে ডা ওমর ফারুকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় তিনি সংস্থার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন,উনার বক্তব্য বলেন এই চতুর্থ দাপে,কিশোরগঞ্জ জেলার ৬ টি উপজেলা ভৈরব,কুলিয়ারচর, বাজিতপুর,কটিয়াদি, নিকলী,অষ্টগ্রামে প্রাথমিক ভাবে ৬০৭ জন শিক্ষিত বেকার লোক কে পল্লী চিকিৎসায় দক্ষ করে তাদের মাধ্যমে মানুষ কে বিনা মূল্যে সেবা প্রদান করবেন,তিনি কারিগরি শিক্ষা দিয়ে বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চান বলে অঙ্গীকার ব্যক্ত করেন, এতে বিভিন্ন থানা থেকে প্রস্তাবিত সহকারী প্রকল্প পরিচালক (এডি), মেডিকেল এ্যাসিষ্টেন্ড( এমএ) গণ উপস্থিত ছিলেন ,সেই সময়ে ভৈরবের প্রস্তাবিত সহকারী প্রকল্প পরিচালক এডি সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজুর নেতৃত্বকে ,ডা জাহাঙ্গীর আলম, ডা সুমন,ডা ওসামা,ডা মুখলেসুর রহমান সেলিম, ডা আমির হামজা,ডা শওকত হায়াত সোহেল, ডা ওসামা সহ অন্যান্য এমএ গণ উপস্থিত ছিলেন।