খেলা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এশিয়া বিশ্ব একাদশ টি-২০;বিসিসি

২০২০ সালের ১৭ মার্চ পালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই দিবসকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ঘোষণা দিয়েছিল বিশেষ কিছু করার। এবার জানা গেল, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে বেক্সিমকোতে নিজস্ব কার্যালয়ে এ ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আইসিসির সর্বশেষ সভাতে পাপন এই বিষয়টি উত্থাপন করেন বলে তিনি জানান। আর সেখানে অনান্য বোর্ডের কর্মকর্তা ও আইসিসির তরফ থেকে সম্মতি জানানো হয়।

পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মাঝে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

পাপন আরো জানান, এই ম্যাচগুলোতে কোনো সাবেকরা নয়, বর্তমান তারকা ক্রিকেটাররাই অংশগ্রহণ করবেন। আর এই দুটি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে।

এই ম্যাচ দুটির সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *