স্থানীয় প্রতিনিধি:
বংশাল থানায় কর্মরত এএসআই মোঃ মহিউদ্দিন একজন প্রতিভাবান অফিসার। তিনি জনসেবার পাশাপাশি বিভিন্ন সময়ে ইসলামী গজল গেয়ে থাকেন। বর্তমান বিশ্বের মানুষ করোনা ভাইরাসের কারনে গৃহবন্দী আছে। মানুষ যেন ঘরে অলস সময় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারে। সেই আহবানমূলক একটি গজল ‘এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে’। গানটির গীতিকার- কবি গোলাম মোহাম্মদ, সুরকার- মশিউর রহমান, প্রযোজনা-গাজী আনাস রাওশান। গানটি অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয় স্পর্শি কন্ঠে সবার মনে সাড়া জাগিয়েছে। গানটি ইতিমধ্যে Heaven Tune Studio Live এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল – https://www.youtube.com/watch?v=iWwACfIZs5k প্রকাশিত হয়েছে। যা বর্তমানে ১,১০,০০০ এর অধিক ভিউ হয়েছে এবং দেশ বিদেশের অনেকে পুলিশ সম্পর্কে প্রশংসনীয় কমেন্ট করেছে। এছাড়া বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল চেঞ্জটিভি.প্রেস এর https://changetv.press/ একটি নিউজ প্রকাশিত হয়েছে। গত ০১/০৪/২০২০ ইং তারিখে ডিএমপি অনলাইন পোর্টালে- https://dmpnews.org/এই মূহুর্তে এএসআই মহিউদ্দিন এর গানটির মাধ্যমে পুলিশের সুনাম বৃদ্ধি পেয়েছে এবং ভাবমূর্তি উজ্জল হয়েছে। ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুনতাসিরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগন তাকে ইসলামী গজলের জন্য পুরস্কৃত করার সুপারিশ করেছেন।
এবং ১৩/০৪/২০২০ তারিখে Heaven Tune Studio Live এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল https://www.youtube.com/watch?v=K2CxsYKdD64 করোনা ভাইরাস সম্পর্কে পুলিশের আহবানমূলক আরেকটি গান প্রচারিত হইয়াছে। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তিনি তাহার দায়িত্বের পাশাপাশি ইসলামী সঙ্গীত চর্চা করছেন বলে জানান।