মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ ডিএমপি বংশাল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর
নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান কামাল, পুলিশ পরিদর্শক শিশির কুমার
কর্মকার, এসআই সমীরণ মন্ডল, এসআই তন্ময় সাহা, এসআই মোঃ রাশেদুল হাসান,
এসআই মোঃ ইকবাল হোসেন, এসআই পল্লব কান্তি সরকার, এসআই প্রদীপ কুমার সরকার,
এএসআই মোঃ এনামুল হক, এএসআই মামুন, এএসআই আব্দুর রহমান সহ থানার অন্যান্য
সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ গত জুলাই মাসব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয়ে
থানাধীন বংশাল রোড, মালিটোলা রোড, পুরাতন মুগোলটুলি, ফুলবাড়ীয়া, কায়েৎটুলী,
সাতরওজা, নাজিরা বাজার, বংশাল পুকুরপাড়, আলু বাজারসহ থানাধীন সংশ্লিষ্ট এলাকা
সমুহ থেকে ২ লক্ষাধিক টাকার মাদক মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে
রয়েছে মোট ১৮ শ ৪ টি ইয়াবা, ১২ গ্রাম হিরোইন, ১ কিজি ৫শ ৫ গ্রাম গাঁজা এবং
৬৫ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক
দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা
ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক- কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান
(খাজা শাহ্ধসঢ়;) কে এক সাক্ষাতে জানান।