মাদক অভিযান

বংশালে পৃথক দুই অভিযানে হেরোইন ও ইয়াবা সহ ৪ জন গ্রেফতার

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি এম পি বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে এস আই মোঃ রুম্মান খান ও এ এস আই মোঃ এনামুল হক মাদক রিরোধী অভিযান চালিয়ে থানাধীন নবাব ইউসুফ মার্কেট সংলগ্ন রাস্তা থেকে ৪০ পুড়িয়া হেরোইন সহ মোঃ নাদিম (৩১) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা নং ১০ তাং ০৭/০৪/২৩ ইং দায়ের করা হয়েছে। অপর এক অভিযানে এস আই মোঃ রহিদুল ইসলাম ও এ এস আই বিল্লাল হোসাইন থানাধীন নর্থ সাউথ রোডস্ত সিদ্দিক বাজার এলাকা থেকে মোঃ মহিউদ্দিন ভুলু (২৮) কে ৪০ টি, সাকিব (২০) কে ১০ টি এবং রবী দাসকে ৫ টি ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা নং ৮ তাং ০৬/০৪/২৩ ইং দায়ের করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক মামলাটি থানার এস আই সজল রায় তদন্ত করছেন বলে দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণ পদক পুরুস্কার প্রাপ্ত লেখক, কবি- কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *