ফেনী প্রতিনিধি : সোনাগাজীতে এক চা দোকানীর ঘরে ডাকাতি করতে গিয়ে টাকা ও স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে ঘটনায় জড়িত একই এলাকার জোবায়ের ইসলাম সোহাগ। আজ মঙ্গলবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।মামলার তদন্তকারি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ফাজিলের ঘাট সংলগ্ন উত্তর চরমজলিশপুর এলাবা থেকে জোবায়ের ইসলাম সোহাগকে গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবারর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে অপরাপরজড়িতদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত সোহাগ একই এলাকার বাসু মেম্বারের বাড়ির সাইফুল ইসলাম প্রকাশ নজরুল ইসলাম প্রকাশ রুবেলের ছেলে, সূত্র আরো জানায়, আদালতে সোহাগ জানিয়েছে- ৬ জন সংঘবদ্ধ হয়ে ডাকাতির পরিকল্পনা করে। ডাকাতিকালে তারা ৫ হাজার টাকা পেয়েছে। পরে একটি কক্ষে নিয়ে মাদরাসা পড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণ করে।তদন্তকারি সূত্র জানায়, ভিকটিমের শারিরীক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ইতিপূর্বে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রসঙ্গত: বিষ্ণুপুরে ডাকাতিকালে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে শনিবার প্রত্যাহার করা হয়েছে। নবাগত ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ফেনী মডেল থার ওসি (তদন্ত) ছিলেন।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
Related Articles
জাতীয় শোক দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনা যুব কমান্ড নামে একটি সংগঠন। আজ সোমবার বিকেলে উপজেলার মুছাপুর, মহেষপুর ইউনিয়নে বিভিন্ন এতিমখানা মাদরাসা মসজিদসহ রাস্তার পাশে খেজুর গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সদস্যের মাঝে চারা বিতরণ করা হয়। কেন্দ্রীয় […]
ব্রাহ্মনবাড়িয়ায় ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম এর নেতৃত্বে এস.আই. মোঃ মিজানুর রহমান ও এ.এস.আই মোঃ শহিদুল ইসলাম সংগীয় ফোর্সদের নিয়ে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন সুলতানপুর ইউনিয়নস্থ সড়কপাড়া হাইওয়ে রোড এলাকা থেকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মোঃ জুয়েল মিয়া (৩৬) ও সরুফা আক্তার (২২) কে […]
ভৈরবে কয়েল কারখানার ডায়ার বিস্ফোরনে দগ্ধ ৪ শ্রমিক: ৩ জনকে ঢাকায় প্রেরণ
রফিকুল ইসলাম রুবেল, ভৈরব ( কিশোরগঞ্জ) সংবাদদাতা : ভৈরবে ১টি কয়েল কারখানার ডায়ার বিস্ফোরনে আগুনে দগ্ধ হয়ে কারখানার ৪ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে । আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্তনে আনে । স্থানীয়রা ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাযায়, আজ শুক্রবার […]