ফেনী প্রতিনিধি : সোনাগাজীতে এক চা দোকানীর ঘরে ডাকাতি করতে গিয়ে টাকা ও স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে ঘটনায় জড়িত একই এলাকার জোবায়ের ইসলাম সোহাগ। আজ মঙ্গলবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।মামলার তদন্তকারি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ফাজিলের ঘাট সংলগ্ন উত্তর চরমজলিশপুর এলাবা থেকে জোবায়ের ইসলাম সোহাগকে গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবারর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে অপরাপরজড়িতদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত সোহাগ একই এলাকার বাসু মেম্বারের বাড়ির সাইফুল ইসলাম প্রকাশ নজরুল ইসলাম প্রকাশ রুবেলের ছেলে, সূত্র আরো জানায়, আদালতে সোহাগ জানিয়েছে- ৬ জন সংঘবদ্ধ হয়ে ডাকাতির পরিকল্পনা করে। ডাকাতিকালে তারা ৫ হাজার টাকা পেয়েছে। পরে একটি কক্ষে নিয়ে মাদরাসা পড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণ করে।তদন্তকারি সূত্র জানায়, ভিকটিমের শারিরীক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ইতিপূর্বে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রসঙ্গত: বিষ্ণুপুরে ডাকাতিকালে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে শনিবার প্রত্যাহার করা হয়েছে। নবাগত ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ফেনী মডেল থার ওসি (তদন্ত) ছিলেন।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
Related Articles
নরসিংদীতে চিটাগাং ইউনিভাসির্টি এক্স স্টুডেন্টেস ফোরামের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রেজাউল আলম বিপ্লবঃ বেলাব, নরসিংদী নরসিংদীতে চিটাগাং ইউনিভাসির্টি এক্স স্টুডেন্টস ফোরামের আলোচনা দোয়া ও ইফতার মাহফিল ৮ ই জুন শক্রবার দেলোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে গ্র্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , চিটাগাং ইউনিভাসির্টির সাবেক ছাত্রনেতা কাজী মোঃ মাজহারুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আবদুল্লাহ আল মামুন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক […]
উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক খাদে, নিহত ৪
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক খাদে পড়ে ছিটকে পড়া বাঁশের চাপায় পড়ে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো চারজন। সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের উখিয়ার এমএসএফ ও রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ […]
নরসিংদীর বেলাবতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির(৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নারায়ণপুরের 9 নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বেলাব থানার পুলিশ জানায় নারায়নপুর গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের কাজী ফিলিং স্টেশনের বিপরীতে নির্জন এলাকা,এদিক দিয়ে কেউ রাএে চলাফেরা করে না। […]