বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।
Related Articles
ভৈরবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও আনন্দ র্যালী
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, পীরে তরিকত শাহ সূফি আলহাজ্ব এ আই এম মাহবুব উল্লাহ আল কাদেরী সাহেব এর সার্বিক তত্তাবধানে, ভৈরবে জশনে জুলুস ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার(০৯অক্টোবর)সকাল ১০টার দিকে উক্ত জুলুসটি ভৈরব পৌর শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আনন্দ র্যালী […]
ভৈরবে কিন্ডারগার্টেন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত [Video]
মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরব কিন্ডারগার্টেন এসোসিয়েশন অধিভুক্ত কিন্ডারগার্টেন সমূহের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারি ৬০টি স্কুলের বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্ককার বিতরনী অনুষ্টিত হয়েছে। আজ সোমবার বেলা এগারটায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে ২৭ জন ট্যানেলপুল ও ২৮ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট […]
কুলিয়ারচরে করোনাজয়ী ৩৮ জনকে আর্থিক চেক প্রদান
মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে করোনা জয়ী বেসরকারি পর্যায়ের ৩৮ জনের প্রত্যেককে আড়াই হাজার টাকার আর্থিক চেক প্রদান করা হয়েছে । আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী করোনা জয়ীদের হাতে এ চেক তুলে দেন । চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত […]