বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।
Related Articles
কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর খুন
জয়নাল আবেদীন রিটনঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুর বাঁশের আঘাতে ইমন মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হবার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড়সূতি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানায় নিহতের স্বজনরা। নিহত ইমন বড়সূতি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে সে একজন পাদুকা কারিগর। তার নিহতের খবরে ওই এলাকায় শোকের ছায়া নেমে […]
ভৈরবে দুই মুক্তিযোদ্ধার নামে পাঠাগার ও বিজ্ঞানাগার
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুই বীরমুক্তিযোদ্ধার নামে একটি পাঠাগার ও একটি বিজ্ঞানাগার করা হয়েছে। আজ দুপুরে শহরের জগন্নাথপুরের লক্ষীপুর এলাকার ইউসূফ আলী উচ্চ বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া পাঠাগার এবং মরহুম বীরমুক্তিযোদ্ধা মুমিনুল হক খালেক বিজ্ঞানাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুলাহ মিয়া। উদ্বোধন শেষে বিদ্যালয় […]
ডেঙ্গুতে মৃত্যুর প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে!
ঢাকা, ১৭ জুলাই – গত জুন ও জুলাই মাসে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে শিশুসহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। অথচ এ তথ্য নেই স্বাস্থ্য অধিদফতরের কাছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে, ডেঙ্গুবাহী এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের প্রকৃত সংখ্যা কি তাহলে গোপন করা হচ্ছে। গত ১৫ জুন রাজধানীর বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে […]