মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক পৃথক অভিযানে (ক) ৪৪.৫ কেজি গাঁজা, (খ) ১৯৬ পিস ইয়াবা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।১২ নভেম্বর ২০২১ইং তারিখে ২০.১৫ ঘটিকা হতে ০০.৪৫ পর্যন্ত সময়ে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রিয়াজ(৩৫), মোঃ তুহিন (১৯), দ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখল হতে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ সাব্বির মিয়া (১৬), কে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখল হতে ১৬.৫ কেজি গাঁজা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী আব্দুল কুদ্দুছ(২৫), কে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে ২৮ কেজি গাঁজা’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।