মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ সালাহ উদ্দিন মিয়ার নেত্বতে এস.আই সুজন কুমার তালুকদার ও এ.এস.আই সঞ্জয় কুমার প্রোমানিক এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা সহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ মালেক (৫০) মোঃ জসিম উদ্দিন (২২) সুরত আলম (৩২) মোঃ হানিফ মিয়া (৬০)। বিবরণে প্রকাশ উল্লোখিত অভিযানে মোঃ মালেক ও মোঃ জসিমকে থানাধীন ১৭৩ নং শহিদ নজরুল ইসলাম স্মরণী কালভাটঁ রোড এলাকায় আটক করে তাদের দেহ তল্লাশী করতঃ মালেকের কাছ থেকে ২ হাজার এবং জসিমের কাছ থেকে ৫শ ইয়াবা উদ্ধারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দৈনিক বাংলার মোর থেকে সংশ্লিষ্ট থানার ওসির অনুমতিক্রমে মোঃ সুরত আলিকে আটক করে তার দেহ তল্লাশী করতঃ ২ হাজার ইয়াবা এবং মোঃ হানিফকে আটক করে তার দেহ তল্লাশী করে ৫শ ইয়াবা উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে পল্টন মডেল থানায় মামলায় নাম্বার ৩২ তারিখ ১৪/০৪/২০২২ দায়ের করা হয়েছে। এস.আই জয়বেদ শর্ম্মা মামলাটির তদন্ত করছেন বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক এবং সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক- কবি এবং কলামিস্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান।
Related Articles
কটিয়াদীতে নৌকা-ধানের শীষের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
হাজী মো: আলী কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে প্রতিক বরাদ্দের প্রথম দিনেই ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যন্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার দুপুরে বিএনপির সমর্থকরা তাদের নেতা তোফাজ্জল হোসেন খান দিলীপকে নিয়ে বাসস্ট্যান্ড এলাকার পেট্রোল পাম্পে জড়ো হয়। […]
১২ জলদস্যুকে আটক করে পুলিশে দিল জেলেরা
ভোলা প্রতিবেদক : ভোলার মনপুরার মেঘনা নদীতে ১২ জলদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে জেলেরা।মঙ্গলবার রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের জাগলার চরসংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। মনপুরা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার আবদুল আজিজ জানান, লিটন মাঝি নামের এক জেলের ট্রলারে দস্যু বাহিনীরা হামলা চালায়। এ সময় কমপক্ষে ১৫টি ট্রলারের জেলেরা একত্রিত হয়ে একটি ট্রলারসহ জলদস্যুদের আটক […]
মতিঝিলে ১ মাসে শতাধিক গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্): ডি, এম, পি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেল হোসেন, এস, আই শফিকুল ইসলাম আকন্দ, এস, আই মোঃ মুরাদ হোসাইন, এস, আই সুজন কুমার রায়, এস, আই মোঃ হেলাল উদ্দিন, এস, আই খন্দকার ফরিদ আহমেদ, এস, আই মোঃ আরাফত হোসেন, এ, এস, আই […]