ডিএমপি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন মিয়ার নেতৃত্বে
এস আই সুজন কুমার তালুকদার ও এ এস আই সঞ্জয় প্রমানিক মাদক বিরোধী অভিযান
চালিয়ে থানাধীন বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়াম এলাকা থেকে মোঃ নুর উদ্দিন আহম্মেদ
ওরফে শামিম (৪২) কে ২হাজার ইয়াবা সহ গ্রেফতার করা হয়। অতপরঃ মোঃ নুর উদ্দিন
শামিমের দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী ডিএমপি বংশাল থানাধীন রাজ মেশিনার্স
মার্কেটের আন্ডারগ্রাউন্ড দোকান লিলি নং বি-০১, সিদ্দিক বাজার এলাকায় বংশাল
থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে
১হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৫হাজার টাকা সহ মোঃ নাসির উদ্দিন (৪০) কে
গ্রেফতার করা হয়। এব্যাপারে পল্টন মডেল থানায় মামলা নং-১৯ তারিখ ১১/০২/২০২৩ইং
দায়ের করা হয়েছে। এস আই মোঃ আজিজুল হক মামলাটির তদন্ত করছেন বলে থানায়
কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের বিশেষ সংবাদ দাতা,
সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে স্বাক্ষাতে জানান।