মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
ডি এমপি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন মিয়া পিপি এম এর নেতৃত্বে এস আই সুজন কুমার তালুকদার ও এ এস আই সঞ্জয় কুমার প্রমানিক মাদক বিরধী অভিযান চালিয়ে থানাধীন গুলিস্তানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩নং আউটার গেটের সামনের রাস্তা থেকে ১৬ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম থানার জাহাঙ্গীর মিয়ার পুত্র মোহাম্মদ শরিফ (৪১) কে গ্রেফতার করেছে। এ সময় শরিফের কাছ থেকে রেজিষ্ট্রেশন বিহীন একটি কালো রঙের পালসার মটর সাইকেল ও একটি VIVO Y33s মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা নং- ৫৭ তাং- ২৩/০৬/২৩ইং দায়ের করা হয়েছে। এস আই সুফিয়ান ছাউরী মামলাটির পুলিশী তদন্ত করছেন বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যাবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত লেখক, কবি-কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।