বিবিধ

পল্টনে মোটর সাইকেল-চাপাতি সহ ৯ মামলায় অভিযুক্ত ও ৩ মামলায় অভিযুক্ত কুখ্যাত ২ ছিনতাইকারী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার
ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক পি.পি.এম (বার) এর নেতৃত্ব এস.আই
আলমগীর কবির ও এ.এস.আই হায়দার আলী ৯ মামলায় অভিযুক্ত মকবুল(৫৮) ও ৩
মামলায় অভিযুক্ত শ্যামল ওরফে শিমুল(২৫) নামে দুই কুখ্যাত ছিনতাইকারী কে
মোটর সাইকেল ও চাপাতি সহ গ্রেফতার করে ছে। ডি.এম.পি পল্টন ম ডেল
থানার মামলা নং-৫১, তারিখ ২৮ জুন ২০২১ ইং মামলার সূত্রে জানা যায় মতিঝিল
থানাধীন বঙ্গভবন পার্কলিংক রোডে রিকসার যাত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি
গাড়ীর চালক মোঃ ফয়েজ আহমেদ(৪০) কে চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর
জখম করে নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনতাই করে মোটর সাইকেল
যোগে পালাবার সময় ডি.এম.পি পল্টন থানাধীন ফকিরাপুল মোড়ে চেক পোষ্ট
বসিয়ে ডিউটি করার সময় পল্টন মডেল থানার এস.আই আলমগীর কবীর ও
এ.এস.আই মোঃ হায়দার আলী সংগীয় ফোর্সদের নিয়ে উল্লেখিত
ছিনতাইকারীর মোটর সাইকেে লর গতি রোধ করে আটকের চেষ্টা করিলে
ছিনতাইকারীদ্বয় পুলিশদেরকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কমলাপুরের
দিকে যেতে থাকলে ছিনতাইকারী বলে উচ্চস্বরে ডাক হাক দিয়া এস.আই
আলমগীর কবির ছিনতাইকারীদ্বয়ের মোটর সাইকেল আরোহীদের পিছু নেয়।
অতপরঃ ডি.এম.পি শাহজাহানপুর থানাধীন টিটি পাড়া রেল ক্রসিং এর সামনে
৩টা ৪০ মিনিটের সময় মোঃ মুকবুল হোসেন(৫৮) কে আটক করিলে তার
সংগীয় শ্যামল ওরফে শিমুল(২৫) কে আটক করার সময় শিমুল এস,আই আলমগীর
কবিরকে চাপাতি দিয়ে কোপ দিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। অতপরঃ
গ্রেফতারকৃত আসামী মুকবুলের কাছ থেকে একটি সি.ডি.আই মোটর
সাইকেল ও ছিনতাইকৃত ১টি এম.আই শাওমি মোবাইল ফোন এবং পলাতক
আসামীর ফেলে যাওয়া ষ্টিলের চাপাতি উদ্ধার করা হয়। উল্লেখিত ঘটনায় পল্টন
মডেল থানায় মামলা নং ৪০, তারিখ ১৮/০৯/২০২০ ইং এবং মতিঝিল থানায় মামলা
নং-৩১, তারিখ-১৮/০৯/২০২০ ইং দায়ের করা হয়। এসময় আসামী শ্যামল পলাতক
ছিল। মুকবুল হোসেন জামিনে ছাড়া পেয়ে পুনরায় তারা দুজনে ঢাকা
মহানগরীর বিভিন্ন এলাকায় একই কায়দায় ছিনতাই শুরু কে র। গত ২৬ জুন
২০২১ ইং ভোর ৫টা ৩০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে মুকবুল ও শ্যামল
পল্টন মডেল থানাধীন বিজয় নগর আলরাজী কমপ্লেক্স এর সামনে ছিনতাই করার
প্রস্তুতিকালে এস.আই আলমগীর কবির ও এ.এস.আই মোঃ হায়দার আলী,
সংগীয় ফোর্সদের সহযোগীতায় ছিনতাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-এ-
০৩-৭০৭৬, মোটর সাইকেলটি ও ১টি চাপাতি সহ তাদেরকে গ্রেফতার করে। যার
পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানায় মামলা নং-৫১, তারিখ ২৬/০৬/২০২১ ইং, ধারাঃ
৩৯৩ পেনাল কোড দায়ের করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গত
২৫/০৬/২০২১ ইং তারিখ রাত ৩টা ৫০ মিনিট সময় তাহারা একই কায়দায় বাদী
মোঃ গাজীখান(৫৫) কে কোপাইয়া নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট
রোডস্থ মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে রাস্তা থেকে নগদ ৮৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন যার মূল ৬৫ হাজার টাকা, সর্ব মোট ১ লক্ষ ৫০ হাজার
টাকা ছিনাইয়া নেয়। উক্ত ঘটনায় পল্টন মডেল থানায় মোঃ গাজীখান আসিয়া
আসামীদের কে সনাক্ত কে র। তাছাড়া ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজও
আসামীদের কে সনাক্ত করা হয়। এ ব্যাপারে পল্টন মডেল থানায় মামলা নং-২২,
তারিখ ২৯/০৬/২০২১ ইং, ধারাঃ ৩৯৪ পেনাল কোড দায়ের করা হয়। অপর দিকে
মামলার বিবরণ সূত্রে প্রকাশ তাদের সিডি.এম.এস পর্যালোচনা করে দেখা
যায় যে, ১নং আসামীর বিরুদ্ধে ডি.এম.পি শ্যামপুর থানায় মামলা নং ৩২/৬৯,
তারিখ-২৩/০২/২০১৯ ইং ধারা-৪(১)/৫ (দ্রুত বিচার আইন ২০০২ সংশোধনী
২০০৯), ডি.এম.পি ওয়ারী থানায় মামলা নং ২৩/২৮৭, তারিখ-১৯/১০/২০১৭ ইং,
ধারা-১৯(১) এর ১(খ)/১৯(১) এর ৯(খ) (১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন)
ডি.এম.পি রমনা মডেল থানার মামলা নং ২৪/৩৩৮, তারিখ-১৬/০৭/২০১৭ ইং,
ধারা-৪/৫ দ্রুত বিচার আইন ২০০২ সংশোধনী ২০০৯, ডি.এমপি কোতয়ালী
থানায় মামলা নং-৫, তারিখ-০৮/০২/২০১৬ ইং, ধারা-৪/৫ (দ্রুত বিচার আইনের),
২০০২ সংশোধনী ২০০৯, ওয়ারী থানার মামলা নং-৮, তারিখ-১৪/০৩/২০১৫ ইং,
ধারা-১৯(এফ) (১৮৭৮ সালে অস্ত্র আইন) ডি.এম.পি মুগদা থানার মামলা নং-
৪৯/১২১, তারিখ-১৮/০২/২০১৯ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, পল্টন মডেল
থানার মামলা নং-৪০, তারিখ-১৮/০৯/২০২০ইং, ধারা-১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭
পেনাল কোড, মতিঝিল থানার মামলা নং-৩১, তারিখ-১৮/০৯/২০২০ ইং, ধারা-
৩৯৪/৪১১ পেনাল কোড এবং উক্ত মামলার ২নং অভিযুক্ত শ্যামল ওরফে শিমুল(২৬) এর
বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-
১৩/১২/২০২০ ইং, ধারা-(দ্রুত বিচার আইনের) সংশোধনী ১৯ এর ৪/৫, মতিঝিল
থানার মামলা নং-৩১, তারিখ-১৮/০৯/২০২০ ইং, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড
বিদ্যমান রয়েছে। আসামীদেরকে গ্রেফতার করায় একদিকে যেমন পুরাতন মামলা
সমূহের আসামী হিসেবে এস.আই আলমগীর কবির শ্যামল ওরফে শিমুল কে
গ্রেপ্তার করিয়াছে, অন্যদিকে একাধিক অজ্ঞাত মামলার রহস্য উদঘাটিত
হয়েছে বলে অপরাধ দমন বিশেষজ্ঞ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এ প্রতিবেদক
দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর
ব্যাবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক
পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক
সাক্ষাতে তাদের মতামত ব্যক্ত করে বিষয়টি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *