নৌকা মার্কার ছড়া
ইসকান্দর আলী (দড়িগাঁও, কুলিয়ারচর, কিশোরগঞ্জ)
সোনার বাংলা সোনার নাও রে, বঙ্গবন্ধুর মনের নাও রে….
জনগনের গণ ভোটের নাও রে, আমার স্বাধীনতার নাও।
সাড়ে সাত কোটি রক্তের দানর ওরে, আমার সোনার বাংলা স্বাধীন আনরে….
জনগনের গণ ভোটের নাও রে আমার স্বাধীনতার নাও।
আমরা সবাই মিলে এক হয়ে শেখ হাসিনার পাল ওড়াইয়া বাইবো সোনার নাও-
নাওয়ের মাঝি হাল ধরেছে আল্লাহ্র নাম লইয়া।
দয়ালরে প্রানের দয়াল ঝড় তুফানে তরাইয়া নিও আমার সোনার নাও-
মুজিব নায়ের মাঝি যারা, বাংলা স্বাধীন আনছে তারা।
আমার বাড়ি, বন্ধুর বাড়ি মধ্যে প্রেম নদী
পাখা নাই মোড় ঘুড়িয়া যাইতাম বঙ্গবন্ধুর বাড়ি।
মুজিবুর রে কই রইলি লুকাইয়া, তোমার দেওয়ান কান্দে সদাই,তোমারও লাগিয়া,
ভৈরব কুলিয়ারচর ফুঠেছে ফুল নাজমুল হাসান পাপন ভাই
নৌকার হাল ধরেছে, আল্লাহ্র নামটি লইয়া।