মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার আটপাড়া থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর পুলিশ মিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ ০৬ আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার হতে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার আটপাড়া থানার পালগাঁও গ্রামের বহুল আলোচিত পুলিশ মিয়া(৭৫) হত্যা মামলার প্রধান আসামী জয়নাল মিয়া(৪০), মাসুদ মিয়া (৩৮), মাহবুব (৩৬) সর্ব পিতা-মৃত কামাল উদ্দিন মুন্সি, জনি মিয়া (২৩), পিতা- নাজিম উদ্দিন, এরশাদ মিয়া (৪২),আলম মিয়া (৩২), উভয় পিতা- মৃত হাফিজ উদ্দিন, সর্ব সাং-পালগাঁও, থানা- আটপাড়া, জেলা-নেত্রকোনাদেরকে অদ্য ২৫/০৭/২০২২ ইং তারিখ আনুমানিক রাত ০৩.২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ধরখার এলাকা হতে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, উক্ত আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলার আটপাড়া থানার মামলা নং-১৩/১৪৩,
উল্লেখ্য যে, মৃত পুলিশ মিয়া ও আসামীগণ একই এলাকার বাসিন্দা। পুলিশ মিয়ার পরিবারের সাথে আসামীগণের পূর্ব হইতে বিভিন্ন মামলা সহ সামাজিক বিরোধ ছিল। এর জের হিসাবে ২১/০৭/২০২২ইং আনুমানিক রাত ০৮.০০ ঘটিকার সময় আসামীগণ পুলিশ মিয়ার বাড়িতে এসে তাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।
উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে নেত্রকোনা জেলার আটপাড়া থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন।