দেশজুড়ে

নরসিংদী মনোহরদীতে জমি দখল প্রাণনাশের হুমকি বিচারের দাবিতে মানবন্ধন

নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের র্দুধষ সন্তাসী চাঁদাবাজ ভূমিদসু ̈ কামাল বাহিনী
জমি দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১
টা সময় সাতারটেক এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। ভূক্তভোগী ও এলাকাবাসী জানায় দীর্ঘ ৬০ বছর ধরে পৈতৃক সম্পতি ভোগ দখলে আছে আঃ রহিম। পৈতৃক সম্পতি সমান হারে বাগ বাটোয়ারা হওয়া সত্তে ও বন্টননামা দলিল না হওয়াতে এ জামেলা সৃষ্টি হয় বলে জানিয়েছে এলাকা বাসী। ভূমিদসু ̈ মৃত গিয়াস উদ্দিন এর চাচাতো ভাই আঃ রহিম বলেন আমার চাচা একাদিক বার জালিয়াতি পূর্বক বহু জমি অত্ম সাত করেন মৃত গিয়াস উদ্দিন। গিয়াস উদ্দিন মৃত ̈র পর তার দুই ভূমিদস্যু ̈সন্তান হামিদ ও কামাল। ভূক্ত ভোগী আঃ রহিম একজন র্নিলোভ র্নিহংকারী সাদা মনের মানুষ বটে। রহিমের পৈতৃক সম্পতি আরএস দাগ নং ৩০২৫ জমি ৪.৫০ শতাংশ দাগ নং ৩০২৬ জমি ১২শতাংশ মোট জমি ১৬ শতাংশ ৬০ বছর যাবত ভোগদখলে খাকা সত্তে ও ভূমিদস্যু হামিদ ও কামাল মোবাইলে প্রাণনাশের হুমকি দেয়। আঃ রহিম (৫০) মোঃ সাইফুল ইসলাম মিলন (৪০) আঃ মান্নান (৪৫) হযরত আলী (৪০) অলি উল্লাহ (৫০) আঃ জলিল খা (৫০) মোঃ নুরুল ইসলাম (৪০) শহিদুল্লাহ (৪৫) দ্বীন ইসলাম (২৫) কে গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের উপস্থিত শালিষে সত্য স্বাক্ষী দেওয়াতে  ̄স্বাক্ষী গং দের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাদা ও ১ লক্ষ ৫০ হাজার টাকা লোটের অভিযোগ করে মামলা দায়ের করে। ভূমিদস্যূ কামাল ও তার বড় ভাই হামিদ। এ বিষয়ে জানতে সংবাদ কর্মী কামালের বাড়িতে গেলে কামাল বাড়িতে না থাকাতে তার স্ত্রী খাদিজা বেগমের কাছে জানতে চাইলে খাদিজা উত্তেজিত হয়ে উচ্চ কন্ঠে সংবাদ কর্মী ও এলাকার গুণিজনদেরকে গালি গালাজ করে খাদিজা। ভূক্তভোগী আঃ রহিম বলেন ৬০ বছর দখলে থাকা পৈতৃক সম্পতি সত্য কথা বলাতে নিরিহ স্বাক্ষীগণের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও হুমকি জমি অত্মসাতের বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *