দেশজুড়ে

নরসিংদীতে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে পাঁচ দিন ব্যপী বইমেলার উদ্ভোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার রাজু মিয়াঃ
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদীতে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আজ শনিবার সকাল ১১ টায় উদ্বোধন করা করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এই বইমেলা পাঁচ দিন চলবে।

একুশে গ্রন্থাগারের আয়োজনে ও একুশে বইমেলা উদ্যাপন কমিটির পরিচালনায় এই বইমেলা শুরু হয়েছে। প্রতিবছরের মত এবারও বই মেলার আয়োজন করা হয়েছে।

জাতীয় সংগীত গেয়ে সকাল ১১ টায় মেলা শুরু হয়। এরপর ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বইমেলার উদ্বোধন উপলক্ষে আজ শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন কমিটি সদস্য। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিপিএম,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী।

আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এই বইমেলা চলবে। মেলায় স্টল আছে ৪৬টি। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *