বিনোদন

দ্যা ব্ল্যাকহোল এসোসিয়েট’স, ভৈরব আয়োজিত ২ দিনব্যাপী উদ্যোক্তা সম্মিলন ২০২১

রফিকুল ইসলাম রুবেল: দ্যা ব্ল্যাকহোল এসোসিয়েট’স, ভৈরব আয়োজিত ২ দিনব্যাপী উদ্যোক্তা সম্মিলন ২০২১ এ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন বেনু , মেয়র, ভৈরব পৌরসভা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর, সাবেক সাধারণ সম্পাদক, ভৈরব উপজেলা আওয়ামী লীগ, মোল্লা মোঃ শাখাওয়াত, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব, মোঃ হাবিবুল্লাহ নিয়াজ, কাউন্সিলর ৮ নং ওয়ার্ড ভৈরব পৌরসভা। ভৈরব সরকারি কে বি পাইলট মডেল হাইস্কুলে ২৪ ও ২৫ ডিসেম্বর ভৈরব এর বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে ৩২ টি স্টলের মাধ্যমে মেলাটিতে সাংস্কৃতিক আয়োজন ও উদ্যোক্তাদের সফলতার গল্প নতুন ও তরুণদের মাঝে উপস্থাপিত হয়৷ বিভিন্ন পিঠার স্টল, হস্থ ও কুঠির শিল্পের নানা সমাহার নিয়ে জমজমাট আয়োজন সম্পন্ন হয়৷ আহবায়ক বিমল বিশ্বাস ও সদস্য সচিব জনি আলম এর তত্ত্বাবধানে উদ্যোক্তা সম্মিলন ২০২১ এর সমাপনী দিনে পথহারা সাংস্কৃতিক দলের সংগীত পরিবেশে উক্ত আয়োজন সমাপ্ত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *