আঙ্কারা, ১৮ জুলাই- তুরস্কের পূর্বাঞ্চলে বাস উল্টে বাংলাদেশিসহ ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন ৫০ জন। বৃহস্পতিবার দেশটির ভ্যান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে, বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানি রয়েছেন বলে জানা গেছে। তবে পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিলো। এতে অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।
সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল
এদিকে, বুধবার ভ্যান প্রদেশের বাসকালে জেলায় অভিযান চালিয়ে ২৮৪ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করে দেশটির নিরাপত্তাবাহিনী। এদের অধিকাংশই বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক।