নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতারা তারেকের ফাঁসির দাবিতে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
বুধবার রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক কর্মসূচিতে এই প্রতিক্রিয়া জানান ছাত্রলীগের নেতারা।
‘সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক অবস্থান কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, যে রায় দেওয়া হয়েছে তাতে আমরা কেউই সন্তুষ্ট নই। আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এরপর বিএনপি-জামায়াত নেতারা এটাকে মিথ্যা নাটক সাজায়। আমরা ছাত্রসমাজ এ রায়ে সন্তুষ্ট না। আমরা চাই তারেক রহমানকে লন্ডন থেকে এনে ফাঁসি দেওয়া হোক।
তিনি বলেন, এ দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা সরকারের কাছে স্মারকলিপি দেব। আমরা চাই না বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাক, আমরা ন্যায়বিচার চাই।
কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা-কর্মীরা অংশ নেয়।