নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নকুল কুমার দাস (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ঢামেক হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
ঢামেক হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন জানান, সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন নকুল। সন্ধ্যা পৌনে ৭টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ আইসিইউতে তিনি মারা যান।
নকুল কুমার দাসের বাসা রাজধানীর শনির আখড়ায়। তিনি স্থানীয় ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন।