মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনা যুব কমান্ড নামে একটি সংগঠন।
আজ সোমবার বিকেলে উপজেলার মুছাপুর, মহেষপুর ইউনিয়নে বিভিন্ন এতিমখানা মাদরাসা মসজিদসহ রাস্তার পাশে খেজুর গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সদস্যের মাঝে চারা বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কমিটির মহা সচিব মোঃ বাছেদ জানান,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে শহীদের স্বরণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্বরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করি।
মুজিব আদর্শকে লালন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আজ মুছাপুর, মহেষপুর ইউনিয়নের কয়েকটি এতিমখানা, মাদরাসা, মসজিদসহ রাস্তা রেললাইনের পাশে সৌদি থেকে বীজ এনে চারা তৈরি করি। ২০০টি খোরমা খেজুর গাছের চারা রোপণ করি। পাশাপাশি সদস্যের মাঝে চারা বিতরণ করি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার উপ সম্পাদক ও ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস সেন্ট্রাল কমিটির যুগ্ন মহাসচিব মোঃ ছাবির উদ্দিন রাজু,বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার কর্মী মোঃ সজীব মিয়া,এনপিএস নরসিংদী জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন সানি,দৈনিক আজকের পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি হারুন মিয়া,জয় টিভির প্রতিনিধি আল আমিন।
এছাড়াও সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।