আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় চীনে ৮ জন আক্রান্ত হয়েছে। বুধবার সেখানে আক্রান্ত হয়েছিল ১৭ জন। শুক্রবার (১৩ নভেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর রয়টার্সের।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে নতুন যারা আক্রান্ত হয়েছে তারা সবাই দেশের বাইরে থেকে এসেছেন। চীনে অবস্থানরত কেউ নতুন করে আক্রান্ত হয়নি। বৃহস্পতিবারের আগে ১৪ জন আক্রান্ত হয়েছিল। তারাও সবাই বিদেশ ফেরত ছিল।
তবে এমন অনেকে আছেন যারা আক্রান্ত কিন্তু কোনো লক্ষণ নেই। তাদের অবশ্য এই তালিকায় অন্তর্ভূক্ত করেনি চীন। ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী সোমবার চীনে আক্রান্ত হয়েছিল ৩৩ জন। মঙ্গলবার ২২ জন। আর বুধবার ১৭ জন।
এ নিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ হাজার ৩০৭ জন। এ পর্যন্ত চীনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৬৩৪ জন। সেরে উঠেঠে ৮১ হাজার ২৫২ জন।