নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর খুলশি থানা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমাতুর রহমান রাইজিংবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- জাকির হোসেন (৩১) ও ডালিম শেখ (৩২)। নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ভোরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলশি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক পাচারের খবর পেয়ে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় র্যাব। এই সময় প্রাইভেট কার থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এরপর র্যাব ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। র্যাব প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি অস্ত্র এবং ১২০ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাব আরো জানান, নিহত তিনজনই চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী।