বিশেষ প্রতিনিধি : সুজন মাহমুদ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় গত দুই বছর যাবৎ নেশা জাতীয় ঔষধ সেবন করাইয়া অচেতন করিয়া প্রতিনিয়ত নিজের মেয়েকে ধর্ষন করতো আনোয়ার শাহাদত ওরফে শিশির নামে এক পাষন্ড নরপশু পিতা।গত ২২শে মে ২০১৮ ইং দিবাগত রাতে ৮ম শ্রেণীতেপড়ূয়া ধর্ষিতা ও তার মা এলাকার লোক জন কে ধর্ষনের কথা জানালে। এলাকাবাসী ধর্ষক শিশির কে পুলিশের হাতে তুলে দেয়।পরদিন ২৩শে মে ২০১৮ইং সকালে ধর্ষিতা বাদী হয়ে বাবা শিশিরের নামে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া বলেন।ধর্ষিতা ও তার মায়ের অভিযোগর ভিত্তিতে তাকে আটক করা হয়।প্রথামিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষনের কথা স্বীকার করেছে।ধর্ষিতা কে মেডিকেল টেষ্টের পর তাদের আদালতে সোপের্দ করা হবে।ধর্ষক শিশির নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার মৃত্যু এনামুল হক সেলিমের ছেলে। সে চন্দ্রঘোনা এলাকায় লাইব্রেরি পরিচালনা করতেন ও বাড়াটিয়া ছিলেন।ধর্ষিতার বাবা ধর্ষকের বর্তমানে একাধিক স্ত্রী রয়েছে বলে জানায় ধর্ষিতার মা।