বিবিধ

গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস) এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

স্বাস্থ্যবিধি মেনে ২ই আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা সংস্থার প্রধান কার্যালয় মতিঝিলে পালন করা হয়। সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামাল এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামসুল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলামের স্বাগত বক্তৃতা রাখেন। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন সংস্থার মহাসচিব মোঃ নাজির আহমেদ।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী বেনাজির আহমেদ চৌধুরি, আইন বিশ্লেষক ডক্টর আলহাজ্ব শরিফ শাকি, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুল আফসার ও শারমিনা মাহবুবুল। আরো উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম শাহেদ ও মোঃ ছাবির উদ্দিন রাজু এবং সাংগঠনিক সচিব মোহাম্মদ আক্তার রহমান। আন্তর্জাতিক বিষয়ক সচিব আতিক মাহমুদ খান,গণমাধ্যম বিষয়ক সচিব আহমেদ আলী, ধর্ম বিষয়ক সচিব মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী এবং প্রেস সচিব সাংবাদিক এজাজ রহমান ও মানবাধিকার বিষয়ক সচিব আবুল হাসনাত প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ মাসুম পারভেজ,ঢাকা জেলা উত্তর কমিটি সভাপতি মোঃ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদ,ঢাকা জেলা দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক। আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,নরসিংদী জেলার সাধারণ সম্পাদক,পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম,কেশবপুর উপজেলা কমিটির সভাপতি আকতার হোসেন মুকুল সহ বিভিন্ন জেলা উপজেলার মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে চেয়ারম্যান তার দিক নির্দেশনামূলক বক্তৃতায় আগামী দিনের এনপিএস সম্পর্কে ব্যক্ত করেন। তার প্রত্যাশার কথা জানান এবং রূপরেখা দেন। সংস্থার ভাইস চেয়ারম্যান ও অন্যান্য পর্ষদের জ্ঞানগর্ভ প্রজ্ঞাময় বাস্তব দিক নির্দেশনা মূলক যুগ উপযোগী বক্তৃতা এনপিএসকে বিশ্ব সমতুল্য করে প্রথম সারির সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান জসিম হায়দার চৌধুরী। পরিশেষে দোয়া কেক কাটা শুভেচ্ছা বিনিময় ও তবারক বিতরণ এর মাধ্যমে চেয়ারম্যান সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *