সামাধান ডেস্ক : কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার ২৭০৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এম এ মতিন নৌকা প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট।
আসনটি উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি।
গত ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।