দেশজুড়ে

কুলিয়ারচর থানার উদ্যোগে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত


মো:নুরুন্নবী ভুইয়া, কুলিয়ারচর. (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বা¯হ্য বিধি মেনে মোজরাই মোড় চৌরাস্তায় গত ১৭ই অক্টোবর শনিবার সকাল ১০.০০ঘটিকায় সময় নারী ধর্ষন ্ও শিশুু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত সমাবেশে বিট নং-০৫ রামদী ইউনিয়নের বিট অফিসার মো:আতাউর রহমানের সঞালনায় বক্তব্য রাখেন,কুলিয়ারচর থানার অফিসার ্ইনর্চাজ এ কে এম সুলতান মাহমুদ বলেন, পুঁলিশ জনগনের বন্দু কুলিয়ারচর থানার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুঁলিশিং কার্যক্রম পরিচালিত করা হইয়াছে। গুম, হুুন জোয়া, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইকারী, সন্ত্যাসী, চাঁদাবাজী. নারী ধর্ষন ্ও শিশুু নির্যাতন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদেরকে বিচার ্ও শাস্তির দাবীতে তথ্য সংগ্রহ মাধ্যমে পুঁলিশের সেবা নেন, তথ্য দেন। পুঁলিশের সেবা পেতে কোন টাকা পঁয়সা লাগেনা। বিনা টাকা পুঁলিশ সেবা দিতে সর্বদায়ই প্রস্তুুত। সমাবেশে উপ¯িহত ছিালেন রামদী ইউনিয়নের চেয়ারম্যান জন্বা মো: আলাউদ্দিন সাহেব ইউনিয়ন সভাপতি আ্ওয়ামীলীগ. জনাব মো: শিশু মিয়া সাধারন সম্পাদক রামদী ইউনিয়ন আ্ওয়ামীলীগ। সহকারী বিট অফিসার এ এস আই জনাব. মো: আল আমিন.সালুয়া ফাজিল মাদ্রাসা শিক্ষক জনাব মো:শাহিন মিয়া.(বি এস,সি) আবদুল্লাপুর জগৎচর মাদ্রাসার শিক্ষক জনাব.হেদায়েত উল্লাহ,উপজেলা ছাএলীগ সহ সভাপতি জনাব. জাহাগীর.রামদী ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা,কুমকুম বেগম। আরো ্ও অন্যান্য প্রমুখ। বক্তাগন বলেন, নারী ধর্ষন ্ও শিশু নির্যাতন প্রতিরোধে. সর্বোচছ শাস্তি মৃত্যু দন্ড আইনী করনীয় হ্ওয়ায় মহামান্য রাষ্টপতি ্ও মাননীয় প্রধান মন্্রীকে প্রানঢালা শুভেচ্ছা ্ও অভিন্দন। আইনের পাশাপাশি গৃর্নিত জগন্যতম অপরাধ মুলক অপকর্ম কাজে লিপ্ত প্রতিরোধে দেশের সকল মানুষের জন সচেতনতা ্ও সোচ্ছার হ্ওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজের অভিঞ্জ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *